দূর সংযোগ ব্যবস্থায় আমরা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করি। কেন প্রাকৃতিক উপগ্রহ বা চাদকে ব্যবহার করি না?
একটা কৃত্রিম উপগ্রহ মূলত তিনটি কাজ করে থাকে । পৃথিবীর গ্রাউন্ড স্টেশন থেকে তারা সিগন্যাল ৰা সংকেত গ্রহণ করে। সেই সংকেতকে প্রসেস বা বিশে-ষণ করে এবং তারপর এ সিগন্যালকে আবার গ্রাউন্ড স্টেশনে ফেরত পাঠায় । অনেকগুলো সিস্ট গড় ঘনত্ হচ্ছে মাত্র ১.৪ । তাই সূর্যের আয়তন পৃথিবীর চাইতে অনেক বেশি হলেও পুরো সূর্যের ওজন পৃথিবীর তিন লক্ষের কয়েক গুণ বেশি মাত্র। স্টেশদাযি ঘা ডুসমলয়া কক্ষে থাকায় ফলে এ সমস্যা নেই। তাছাড়া, হলো চাদ পৃথিবী থেকে জনেফট! দূয়ে থাকার দরুম সিগন্যাল আসা-যাওয়া করতে
একটি মন্তব্য পোস্ট করুন