৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১ (৩য় সপ্তাহ)

৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১ (৩য় সপ্তাহ)


তোমারা যারা ৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১ (৩য় সপ্তাহ) খুঁজছিলে তাদের জন্য নিয়ে এলাম সেই কাঙ্খিত অ্যাসাইনমেন্টের উত্তর। তোমাদের ৮ম শ্রেণির অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান উত্তর ২০২১ নির্ভূল ও প্রশ্নসম্বলিত উত্তর নিচে দেওয়া হলো।

৮ম শ্রেণির ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২১ এ তোমাদের যে বিষয়গুলো লিখতে হয়েছে তা হলো গণিত, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান। তবে তোমাদের যাদের কৃষি শিক্ষা নেই তারাই শুধুমাত্র ৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর লিখবে। 

৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১

তোমদের অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিতে হবে। ৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট নমুনা উত্তর লেখার আগে যদি তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ে নাও তাহলে উত্তর লিখতে তোমাদের বেশি কষ্ট করতে হবেনা। তোমরা উত্তরটি নিজে থেকেও লিখতে পারবে। 

গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট ক্লাস ৮ উত্তর পেয়েই লেখা শুরু না করে তোমাদের ৮ম শ্রেণির গার্হস্থ্য বইয়ের প্রথম অধ্যায় (গৃহ সম্পদের সুষ্ঠ ব্যবহার) টি পড়লে তোমাদের উত্তর লিখতে সহায়তা হবে। তাই তোমাদের বরাবরের মত অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে প্রশ্ন ও বই পড়ার নির্দেশনা দিবো।

৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১

তোমাদের অষ্টম শ্রেণির এসাইনমেন্ট উত্তর গার্হস্থ্য বিজ্ঞান লিখতে তোমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা নিশ্চয় তোমরা প্রশ্নগুলো পড়েই বুঝে গেছো। তবুও তোমাদের বলি প্রশ্ন নির্দেশনাটা ভালো করে পড়ে নিও। 

তোমরা ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান প্রশ্ন লক্ষ করলে বুঝতে পারবে অ্যাসাইনমেন্টটির উত্তর কত সহজ হবে। শুধু তোমাদের একটু গুছিয়ে লিখতে হবে।

৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট ৩য় সপ্তাহ প্রশ্ন ২০২১

৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ৩য় সপ্তাহ ২০২১


তোমরা যারা অষ্টম শ্রেণির এসাইনমেন্ট উত্তর গার্হস্থ্য বিজ্ঞান লিখতে তাদের বলবো উপরের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়তে। প্রশ্নগুলো পড়ার পর উত্তর লেখা না শুরু করে তোমরা পাঠ্যবইটির প্রথম অধ্যায়টি ভালো করে পড়ে নাও। তারপর নিচের নমুনা উত্তরটি দেখ এবং তোমার মূল ৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর লেখা শুরু কর।

অষ্টম শ্রেণির এসাইনমেন্ট উত্তর গার্হস্থ্য বিজ্ঞান ২০২১ ৩য় সপ্তাহ

অ্যাসাইনমেন্ট শুরু

’ক’নং প্রশ্নের উত্তর
আমার সারাদিনের কর্মকান্ডের জন্য একটি সময় তালিকা প্রণয়ন করা হলোঃ

সময়

কর্মকান্ড

ভোর ৫:০০

ঘুম থেকে উঠে ব্রাশ করা

ভোর ৫:১০

ফজরের নামাজ আদায় করা।

সকাল ৫:৩০

সমান্য পরিমাণে নাস্তা করা।

সকাল ৬:০০

ব্যায়াম/ শরীরচর্চা করা।

সকাল ৬:৩০

গণিত ও ইংরেজি বই পড়ি

সকাল ৮:৩০

সকালে নাস্তা করি।

সকাল ৯:৩০

ঘরের কাজে মাকে সাহায্য করি এবং গোসল করি।

সকাল ১০:০০

পড়তে বসি।

দুপুর ১২:৩০

দুপুরের খাবার খাই

দুপুর ১:০০

যোহরের নামাজ পড়ি।

দুপুর ১:৩০

বিশ্রাম নিই অথবা ঘুমাই।

দুপুর ৩:০০

পড়তে বসি।

বিকাল ৪:৩০

আসরের নামাজ পড়ি।

বিকাল ৫:০০

খেলা করি।

সন্ধা ৬:০০

মাগরিবের নামাজ পড়ি

সন্ধা ৬:৩০

পড়তে বসি।

রাত ৮:৩০

এশার নামাজ পড়ি

রাত ৯:০০

রাতের খাবার খাই

রাত ৯:৩০

টেলিভিশন দেখি।

রাত ১০:০০

ঘুমাতে যায়।

’খ’ নং প্রশ্নের উত্তর

সময় তালিকা প্রণয়নের প্রয়োজনীয়তাঃ

একজন শিক্ষার্থীর সময় তালিকা প্রণয়ন করা খুবই প্রয়োজনীয় একটি কাজ। শুধু শিক্ষার্থী বললে ভূল হবে। সকল মানুষের প্রতিদিনের একটি সময়ের তালিকা থাকা প্রয়োজন। সময়ের তালিকা একজন মানুষকে অনেক ভাবে সাহায্য করতে পারে। নিচের সময় তালিকা প্রণয়নের কিছু প্রয়োজনীয়তা তুলে ধরা হলো।

  •  সময়ের তালিকা আমাকে মনে করিয়ে দেও কখন আমাকে কি করতে হবে। এবং কখন আমাকে কি কররে সময়কে পূরোপুরি ব্যবহার করা যাবে।
  •  আমি কোনো কাজ করতে ভুলে গেলে তা  আমাকে স্বরণ করিয়ে দেও। ফলে কাজগুলো করা সম্ভব হয়।
  •  কোন কাজগুলো আমার বেশি গুরুত্বদিয়ে করা উচিত এবং সময় নিয়ে করা উচিত সেটা মাথায় রেখে সময় অনুযায়ী কাজ করতে সহায়তা করে।
  •  প্রতিদিন কাজ করা নিয়মিত করার ফলে সময়ের কাজ সময়ে করার অভ্যেস করতে সহায়তা দান করে।
  •  সময়ের তালিকা আমাকে অবসর সময় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেয় ফলে আমি অনেক সৃজনশীল কাজ করতে পারি।
  •  সময়মত খেলাধুলা করতে পারি। এবং বিনোদোনটাও সঠিক সময়ে হয়। এবং এগুলোর জন্য পড়ালেখার কোনো ক্ষতি হয় না।
’গ’ নং প্রশ্নের উত্তর
সময়ের তালিকা প্রণয়নের ক্ষেত্রে আমি যে যে বিষয়গুলো বিবেচনা করেছিঃ
  •  সময়ের পুরোপুরি ব্যবহার করতে সঠিক সময়ে সঠিক কাজটি করা সিদ্ধান্ত নিয়েছি।
  •  পড়ালেখার পাশাপাশি লেখাধুলা ও বিনোদোনের বিষয়টা রেখেছি।
  •  আমার পার্থনা করার সময়টাকে গুরুত্ব দিয়েছি।
  •  যৌথ কাজের ক্ষেত্রে সবার সুবিধা অসুবিধা বিবেচনা করে আমার তালিকা প্রস্তুত করেছি।
  •  বিশ্রাম কাজের অঙ্গ সেটা বিবেচনায় রেখেছি।
  •  একটি কঠিন কাজের পর একটি হাসকা কাজ সাজানোর ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি।


অ্যাসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

তোমাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই ৪র্থ সপ্তাহ ২০২১ এর উত্তরের জন্য তোমরা আমাদের সাথেই থেকো। তোমাদের সকল শ্রেণির সকল বিষয়ের নমুনা অ্যাসাইনমেন্ট সরবরাহের জন্য আমরা বদ্ধ পরিকর। 

সকল বিষয়ের এবং সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। যদি তোমরা ফেজবুক গ্রুফে জয়েন করতে চাও তো আমাদের অ্যাসাইনমেন্ট বিষয়ক একটি ফেজবুক গ্রুপ রয়েছে। সেখানে তোমরা জয়েন করতে পারো। তাছাড়া তোমরা সকল অ্যাসাইনমেন্টের ভিডিও পোতে চাইলে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব করতে পারো। নিচের আমাদের সকল  লিংকগুলো দেওয়া হলো।

আমাদের ইউটিউব লিংক

https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag

ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)

https://web.facebook.com/shomadhan.net

আমাদের ফেজবুক গ্রুপ লিংক 

assignment all class (6-9)📝📝

https://web.facebook.com/groups/287269229272391

৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১ নিয়ে প্রশ্নউত্তর পর্ব

❓অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট এর উত্তর কোথায় পাবো?

👉 তোমরা ৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তর কি কেন ও কোথায় সাইটে পেয়ে যাবে। 

❓ অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবো?

👉 তোমাদের বিদ্যলয় থেকে যে কভার পেজ দিয়েছে সেই কভার পেজের সমান পেজ বাজার থেকে কিনে চারিদিকে সমান মার্জিন টেনে উপরের উত্তরের মত লেখা শুরু দিবে।

❓৮ম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট কি সবাইকে লিখতে হবে?

👉 না, গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট ক্লাস ৮ উত্তর সবাইকে লেখা লাগবেনা।

❓ সবার সময়ের তালিকা কি একই রকম দিলে সমস্যা হবে?

👉 সবার সময়ের তালিকা একই রকম না দেওয়াই ভালো। যেহেতু এই সময়ের তালিকাটা পরিবর্তন করা খুব একটা কঠিন কাজ না সেহেতু তোমরা এটা পরিবর্তন করে লিখো।

❓ ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান উত্তর কি নমুনা উত্তরের হুবুহু লিখবো?

👉 আমরা তোমাদের সব সময় বলি তোমরা নমুনা উত্তর থেকে ভিন্ন লেখার চেষ্টা করবে। তোমাদের শিক্ষাকদের মূল্যায়নের ক্ষেত্রে বলা আছে সৃজনশীলতা দেখতে। তাই তোমরা যদি তোমাদের লেখায় সৃজনশীলতা না আনতে পারো তবে অতি উত্তম পাওয়া সম্ভব হবেনা।

❓ সময়ের তালিকাটি কি ছক করে লিখবো?

👉 হ্যা, তোমরা সময়ের তালিকাটি ছক করে লিখবে। তাহলে অনেক সুন্দর দেখাবে। এবং তোমাদের শিক্ষকদের নজরে আসবে।

❓ ’খ’ ও ‘গ” এর উত্তর কি পয়েন্ট করে লিখবো?

👉 ‘খ’ ও ‘গ’ এর উত্তর তোমরা পয়েন্ট করে লিখলে ভালো হবে বলে মনে করি। তবে তোমরা পয়েন্ট আকারে না লিখে প্যারা করেও লিখতে পারো। তোমাদের যেটা ইচ্ছা সেটাই করতে পারো।

❓ সময়ের তালিকাটি কী আমি ইচ্ছা মতো লিখতে পারবো?

👉  অবশ্যই তোমরা ইচ্ছা মতো লিখতে পারবে। এমনকি তোমরা তোমাদের ইচ্ছেমতো সময়ের তালিকাটি তৈরি করলে সেটি আরো বেশি ভালো হবে। এবং অন্যদের থেকে আলাদা হবে।




Post a Comment

নবীনতর পূর্বতন

fff

ff