অদৃশ্য জ্যোতিক্ষের অস্তিত্ব‌ বলতে কিছু আছে কি?

 অদৃশ্য জ্যোতিক্ষের অস্তিত্ব‌ বলতে কিছু আছে কি? 


অবশ্যই আছে । আলোকবিহীন জ্যোতিষ্করা-যে আছে কোনো কোনো ক্ষেত্রে আলোর অভাবের কারণেই তা বিশেষভাবে বিজ্ঞাপিত হয়ে পড়ে। আলোর উৎসরূপে নয়, কিন্তু আলোর পথে প্রতিবন্ধকরূপে ধরা দেয় । এর এক সুন্দর দৃষ্টাত্ত দক্ষিণ গোলার্ধের আকাশের কৃষ্ণবর্ণ নীহারিকা । দূরবীন দিয়ে খুব ভালো ভাবে দেখলে এমনকি অনুকূল ক্ষেত্রে খালি চোখেও আকাশের এক জায়গায় দেখা যায় অসংখ্য তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তার মধ্যে একটি জায়গা ব্যতিক্রমপ্রায় চৌকো কিন্তু একটু লম্বাটে আকৃতির অর্থাৎ অনেকটা আয়তক্ষেত্রের মতো জায়গাটিতে গোটা কয়েকের বেশি তারা দেখা যায় না। অন্ধকার এ জায়গাটিতে আসলে আছে একটি কৃষ্ণবর্ণ নীহারিকা । এই জন্যই বলা হয় অদৃশ্য জ্যোতিষ্ক বা আলোকবিহীন জ্যোতিক্কের অস্তিত্ব আছে। 

অদৃশ্য জ্যোতিক্ষের অস্তিত্ব‌ বলতে কিছু আছে কি



Post a Comment

নবীনতর পূর্বতন

fff

ff