সূর্য ওঠার বা অস্ত যাওয়ার সময় লাল দেখা কেন?

সূর্য ওঠার বা অস্ত যাওয়ার সময় লাল দেখা কেন? 


সূর্যের জালো একরং নয়, রামধনুর সবকটি রঙের আলো তাতে ভিন্ন ভিন্ন পরিমাণে মিশে থাকে। সূর্যের আলো এ ছাড়াও আমাদের কাছে আসে পৃথিবী বায়ুস্তর ভেদ করে। এই বায়ুমন্ডল আলো আসার পথে বেশ বাধার সৃষ্টি করে আবার সে বাধা সব রঙের ক্ষেত্রে এক রকম নয়। বাধাটা লাল রঙের বেলায় সবচেয়ে কম। সূর্য থেকে আসা ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন অনুপাতে মিশে নানা বাধা কাটিয়ে যে রূপ পায় তা অনেকটা হলুদ রঙের । স্বাভাবিকভাবেই বায়ুমণ্ডলের গভীরতা সব সময় সমান থাকে না তাই উষা বা গোধূলির সময় সূর্যকে অন্য রংয়ের দেখানো শ্বাভাবিক। লাল রঙের বেলায় বাধা সবচেয়ে কম বলে সূর্যকে লাল দেখায়। 


Post a Comment

নবীনতর পূর্বতন

fff

ff