মায়ের দুধ শিশুকে নানা ধরনের এলার্জির প্রতিক্রিয়া থেকেও সুরক্ষা দেয়- কথাটা কি ঠিক?
হ্যা, ঠিক। সম্প্রতি ফিনল্যান্ডের একদল গবেষক ৫০ জন স্বাস্থ্যবান শিশুকে ১৭ বছর ধরে পর্যবেক্ষণ করে এই তথ্য প্রকাশ করেছে। দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে মায়ের দুধ খেয়েছে তাদের একজিমা হয়েছে সবচেয়ে কম। যারা একদমই মায়ের দুধ পায়নি বা পেলেও খুব অল্প পেয়েছে, দেখা গেছে তারা এক থেকে তিন বছর বয়সের মধ্যে খাদ্যে এলার্জির শিকার হয়েছে। এদের মধ্যে শ্বাসতন্ত্রের এলার্জিও ঘটেছে ব্যাপকভাবে ।
একটি মন্তব্য পোস্ট করুন