কাঠ পোড়ালে ধোঁয়া হয়, কিন্তু কাঠকয়লা পোড়ারে ধোয়া হয়না কেন?
আরো পড়ুনঃ
১ম সপ্তাহের সকল গ্রিড ও এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ২০২১ (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি)
সাধারণত সমস্ত দাহ্য পদার্থই পুড়ে গেলে কার্বন-ডাই-অক্সাইড ও বাষ্প উৎপন্ন হয়। কখনও কখনও কয়েকটি দাহ্য পদার্থ সম্পূর্ণ পোড়ে না। কারণ, সেই সব পদার্থে থাকে এমন কিছু বস্তুর উপস্থিতি বা যথেষ্ট পরিমাণে অক্সিজেনের অনুপস্থিতি। কাঠে থাকে সেলুলোজ তন্তু, ওয়াক্স অথবা রেজিন বা রজন। আর থাকে কিছু উদ্বয়ী তেল- যা পোড়ে না। এজন্য কাঠের সম্পুর্ণ দহন সম্ভব হয় না। ফলে ধোঁয়া উৎপন্ন হয়। কিন্তু কাঠকয়লা হলো বিশুদ্ধ কার্বন। আর কোনও বস্তুর উপস্থিতি সেখানে নেই। তাই কাঠকয়লার দহন সম্পুর্ণ হওয়ার ফলে ধোঁয়া উৎপন্ন হয় না।
একটি মন্তব্য পোস্ট করুন