অগ্যুতৎপাত কেন ঘটে?

অগ্যুতৎপাত কেন ঘটে? 



অগ্যুতৎপাত কেন ঘটে



পৃথিবীর ভিতরে এখনও ভয়াবহ উত্তপ্ত তরল পদার্থ ও গ্যাস দিয়ে ভরা আছে। এই তাপমাত্রায় হের ফের ঘটলেই অগুৎপাত ঘটে থাকে । সাধারণভাবে দেখা গেছে পৃথিবীর ওপরের পানি নানা ফাটল দিয়ে অভ্যত্তরের তরল ধাতব পদার্থগুলোর মধ্যে পড়ে। তখন সেই পানি থেকে উৎপন্ন হয় বাম্পের। সেই উত্তপ্ত বাম্প কোনও কোনও ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসতে চায় তার ফলে প্রচণ্ড চাপ ও বিস্ফোরণের সৃষ্টি হয়। সাধারণত আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে অতি উত্তপ্ত বাষ্প, গলিত ধাতব পদার্থ, ভম্ম বা ছাই প্রভৃতি বাইরে বের হতে থাকে । একে বলে আগ্নেয়গিরির অগ্নুৎগম ৷ যেসব গলিত পদার্থ বাইরে বেরিয়ে আসে তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ম্যাগমা ৷ আগ্নেয়পর্বতের ঠিক নিচে যে গহ্বরে উত্তপ্ত গলিত পদার্থ থাকে, তাতে বলে ম্যাগমা চেম্বার


Post a Comment

أحدث أقدم

fff

ff