ধূমকেতু আমরা কীভাবে দেখতে পাই?
ধূমকেতুর মাথার অসংখ্য ছোটবড় শিলাখণ্ড পরস্পরের প্রতি আকর্ষণের ফলে জাটকে থাকে । পৃথিবীর খুব কাছে যেসব ধূমকেতু এসেছে, তাদের নিউক্লিয়াসের চেছার! খুব নিখুততাবে সুক্ষ বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে পরিমাপ করা সম্ভব হয়েছে । ১৮৬১ ধ্রিস্টাব্দে আকাশে একটা বিরাট ধূমকেতু দেখা গিয়েছিল। এর লেজ জাকাশের প্রায় দুই-তৃতীয়াংশ ছড়িয়ে পড়েছিল । সূর্যের কাছাকাছি এলে তার তাপে ধূমকেতুর নিউক্লিয়াসের বাইরের আবরণের বস্তুসমূহ গ্যাস হয়ে বাইরে বেরিয়ে আসে। সুক্ষ ধূলিকপা সমেত এঁ গ্যাস তখন 'কোমা'র মধ্যে পরিব্যাপ্ত হয়ে পড়ে। তারপর তারা সূর্যরশ্মির চপে লেজের আকারে ছড়িয়ে পড়ে ।
إرسال تعليق