আগ্নেয়গিরি ও অগ্যুৎপাত বলতে কী বোঝায়?
পৃথিবীর উপরিভাগ লক্ষ কোটি বছর ধরে ঠাণ্ডা হয়েছে। কিন্তু পৃথিবীর ভিতরে এখনও ভয়াবহ উত্তপ্ত তরল পদার্থ ও গ্যাস দিয়ে ভরা আছে । আর সেইসব তরল পদার্থ ও গ্যাস পৃথিবীর উপরিভাগের কোনও কোনও ফাটল দিয়ে 'লাভা' ও ছাই আকারে মাঝে মাঝেই সবেগে স্থলভাগের বাইরে বেরিয়ে স্জাসে। এই ফাটলকে বলা হয় জ্বালামুখ । আর যে অত্যুচ্চ স্থানের ফাটল 'তেদ করে সবেগে লাভা ভস্ম বের হয়, সেই স্নাদকে বলা হয় আগ্নেয়গিরি (৬০1০৪7০)। আগ্নেয়গিরি থনিসৃত জলন্ত তন্মগুলোকে বলা অগ্যুৎপাত
إرسال تعليق