পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয় কবে?

পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয় কবে? 

পৃথিবীতে দিনয়াগ্রি সমান হয় ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর তারিখে । পৃথিবীর আহিক ও বার্ষিক গতি কাকে বলে? 

পৃথির্বী নিজের কল্পিত মেরুদণ্ডের চারিদিকে লাষ্ট্ুর মতো ঘুরছে। এইরকম ঘুরতে ঘুরতেই সে সূর্যকে প্রদক্ষিণ করছে। নিজের মেরুদণ্ডের চারিদিকে ঘোরাকে বলে পৃথিবীর আহক গতি, আর সূর্যকে প্রদক্ষিণ করাকে বলে পৃথিবীর বার্ষিক গতি। দিনে প্রায় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪.০৯৯৬ সেকেন্ডে পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর একবার আবর্তন করে। সৌর-বৎসরে সে প্রায় ৩৬৫.২৫৬৪ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর আকৃতি অনেকটা কমলালেবুর মতো উত্তর-দক্ষিণে কিছুটা চাপা। এই কারণে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দূরত্ পূর্ব-পশ্চিমব্যাপী বিষুবরেখা অপেক্ষা প্রায় ৪৩ কিলোমিটার কম। 


পৃথিবীতে দিন ও রাত্রি সমান হয় কবে


Post a Comment

أحدث أقدم

fff

ff