ভুমিকম্পের কারণ সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত কী?
বিজ্ঞানী আ্যারিস্টটল (খি. পু ৩৮৪-৩২২) বলেছিলেন তৃপৃষ্ঠের নিচে জমে থাকা গ্যাস মুক্তির জন্যে শিলান্তরে ক্রমাগত আঘাত করে তৃ-কম্পনের সৃষ্টি করে । ভূমিকম্পের মূলে রয়েছে কিছু প্রাকৃতিক শক্তি ও কার্য-কারণের সম্পর্ক । জারের্ক গ্রিক বিজ্ঞানী লুক্রেটিস বিশ্বাস করতেন, ভূঁ-গর্ভের কোনো গুহা যখন কোনো দুর্যোগে ভেঙে পড়ে তখনই ডূ-স্তরে ভূমিকম্প সৃষ্টি হয়। কিন্তু একালে যাঁদের নিরলর্স পরিশ্রমে ভূমিকম্পের কারণ সম্পর্কে আমাদের ভূমিকম্প সম্পর্কে স্বচ্ছ ধারণা হয়েছে, তাদের মধ্যে রয়েছেনম্যালে, মিলনে, রিড, ইমানুরা, ওমরি প্রমুখ ডূঁবিজ্ঞানীরা। সাধারণভাবে তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে। যেমন (১) ভূপৃষ্ঠ-জনিত, (২) আগ্নেয়গিরি-জনিত ও (৩) শিলাচ্যুতি-জনিত। চুমিকম্প হবার কিছুদিন আগে থেকেই ভূমিকম্পধস্ত অঞ্চলের ভূমি মৃদুভাবে কাপতে থাকে আর মাঝে মাঝে তা হেলে পড়ে। যন্ত্রের সাহায্যে ভূমির এই কাপুনি রেকর্ত করে ও ডুমি হেলে পড়ার খবর ভূমিকম্প পূর্বাভাস কেন্দ্রে পাঠানো হলে তা বিশে-ষণ করে ভূমিকম্পের দিনক্ষণ আগাম বলে দেওয়া অনেকটাই সন্তব। তবু এখনো পর্যস্ত আধুনিক মন্ত্রপাতির অভাব ও তথ্য বিশে-ঘণের সঠিক পদ্ধতি জানা না থাকায় ভূমিকম্পের আগাম আভাস নির্ভুল ভাবে দেওয়া সম্ভব হচ্ছে না।
এই পোস্টটি খুব গুরুত্বপূর্ণ
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন