কীভাবে সূর্যগ্রহণ ঘটে থাকে?

 কীভাবে সূর্যগ্রহণ ঘটে থাকে? 


চীন দেশেক প্রাচীন লোকেরা মনে করতো, একটা ড্রাগন সূর্যকে গিলে খেয়ে নেয়ার চেষ্টা করে, তাই সূর্যগ্রহণ হয়। আজ আমরা জানতে পেরেছি যে, সূর্য এবং পৃথিবীন্ধ মাঝখানে চাঁদ এলে তবেই সূর্যগ্রহণ হয়। সম্পূর্ণ সূর্যঘহণ হলে, সূর্যের হলুদ অংশ ঢাকা পড়ে। এই সময়ের সূর্যবলয়ের উপরের অংশে যে প্রচুর পরিমাণে উজ্জল মেঘের ছটা দেখতে পাওয়া যায় তার কথা আগেই বলা হয়েছে । এটাই হচ্ছে সূর্যের বর্ণমণ্ল ও ছটামণ্ডল। দিনের বেলায় যে অমাবস্যা তিথিতে চন্দ্র, সূর্য পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে এবং চাদ সৃর্যকে আড়াল করে দাঁড়াবে তখনই হবে সূর্যঘহণ | তবে, সূর্যের পূর্ণ গ্রহণ স্থায়ী হয় মাত্র কয়েক মিনিট। 



Post a Comment

أحدث أقدم

fff

ff