ভুমিকম্প কেন হয়?
ভূমিকম্প নানা কারণেই ঘটতে পারে যেমনঃ
(১) পৃথিবীর অভ্যন্তরে বড় রকম শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাজের সৃষ্টি হলে, বা যদি সেই চ্যুতির ফলে ভূত্বকের কোনও অংশ নিচে বসে যায় অথবা উপরে উঠে আসে, তাহলে উভয় চ্যুতি তলের ঘর্ষণ সৃষ্টি হয়। কিছুদিন আগে ভারতের গুজরাটে এবং চীনে সম্প্রতি যে ভূমিকম্পটি ঘটেছিল ডা এই রকমের।
(২) ক্রমশ তাপ বিকিরণ করে তৃগর্ভ আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে ভূত্বক ভারসাম্য হারিয়ে ফেলছে এতেও ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে।
(৩) আগ্নেয়গিরির অগ্যুৎ্পাতের সময় বহি মুখী বাষ্পচাপে অনেক সময ঘটে থাকে।
(8) বৃষ্টিপাত ইত্যাদি কারণে পাহাড়ের ঢালু অংশে ধ্বংস নামার ফলে ভূমিকম্প হতে পারে।
إرسال تعليق