পৃথিবীর শুষ্কতম স্থান কোনটা?
হয়ত অনেকে ভাবতে পারেন গোবি মরুভূমি, বা থর বা সাহারা মরুভূমি । কিস্ত « না, এর কোনোটাই নয়। দক্ষিণ আমেরিকার চিলিতে যে মরুভূমিটি আছে তার নাম আযাটাকামা। সেই ১৯৭১ সালে সেখানে বৃষ্টি হয়েছিল। তার আগে চারশো বছর কোনও বৃষ্টিপাত হয় নি। এঁ আ্যাটাকামাই হলো এখনও পর্যস্ত শুষ্কতম স্থান।
إرسال تعليق