পৃথিবীর তুলনায় শনিগ্রহের আবহমণ্ডল কেমন?
আমাদের পৃথিবী যেসব উপাদান দিয়ে তৈরি হয়েছেশনিশ্রহ সেই সব উপাদান দিয়ে গঠিত হয় নি। তাই এখানকার মতো জমাট ধ্বাধা শিলা, মাটি কিংবা পাথর শনিগ্রহে নেই । সেখানে সবই গ্যাসীয় অবস্থায় রয়েছে । শনির গভীর গ্যাসীয় আবহমগুলের জন্যই এই গ্রহ খুব হাক্কা। এর গড় ঘনত্ব হল্টে মাত্র ০.৭ । বৃহস্পতির আবহমগুলে যেমন মিথেন ও আযামোনিয়া গ্যাসের প্রাচুর্য রয়েছেশনিথহেও সেই একই গ্যাসের প্রাচুর্য লক্ষ করা যায়। এই গ্যাসীয় আবহুমণ্ডলের নিচে রয়েছে বরফের স্তর। বৃহস্পতির গায়ে যেমন রঙ্গীন জমকালো গ্যাসের পোষাক রয়েছেযার রঙ মাঝে মাঝে বদলে যায়, শনিগ্রহেরও সেইরকম রঙিন পোষাক আছে বৃহস্পতির মতো এরা ঘন ঘন রঙ পাল্টায় না। ্
إرسال تعليق