পৃথিবীর প্রাণ ও জীবনের স্পন্দনের জন্য সূর্যের অবদান সবচাইতে বেশি এই কথাটির বৈজ্ঞানিক যুক্তি কী?
প্রকৃতপক্ষে সূর্য একটি নক্ষত্র । রাত্রির আকাশে পৃথিবী থেকে আমরা যে সব নক্ষত্র দেখে থাকিসূর্যও ঠিক সেইরকম একটি নক্ষত্র । কিন্তু অনেক দূরে আছে বলে এই সমস্ত নক্ষব্রদের ছোট দেখায়। সূর্যকে অন্য নক্ষত্রের চাইতে বড় দেখায় তার কারণ হলো সূর্য আমাদের খুব কাছের নক্ষত্র। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মান্র আট মিনিট | এক সেকেন্ডে আলোকের গতি প্রায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল। এক আলোক বর্ষ হচ্ছে এক বছরে আলো যতটা দূরতৃ অতিক্রম করতে পারে। তাহলে সাড়ে চার আলোকবর্ষ মানে কতটা দূরত্ব” ভা তোমরা এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছ। সন্দেহ নেই এরা অনেক অনেক দূরে রয়েছে। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১৪৯,৬০০,০০০ কিলোমিটার
একটি মন্তব্য পোস্ট করুন