পৃথিবীর তুলনায় সূর্যের ভর কত?
সূর্যের ভর খুবই বিরাট । তাই এর মাধ্যাকর্ষণের টান পৃথিবীর টানের চাইতে প্রায় আটাশ গুণ বেশি । এর মানে পৃথিবীতে যদি কোনও লোকের ওজন হয় নব্বই কিলোগ্রাম । তাহলে সৌরপৃষ্ঠে তার ওজন দীড়াবে ২৫২০ কিলোগ্রাম । প্রায় জাড়াই টন একটা লোকের ওজন হলে তার দশা দীড়াবে কিঃ কি আবার, সে এই বাড়তি ওজন টেরও পাবে না! কারণ, তার অনেক আগেই সূর্যের প্রচণ্ড তাপে সে বাস্পে পরিণত হয়ে যাবে!
إرسال تعليق