পৃথিবীর অভ্যন্তর কী দিয়ে পূর্ণ?

 পৃথিবীর অভ্যন্তর কী দিয়ে পূর্ণ? 

পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান এবং তরল পদার্থে পূর্ণ । পৃথিবীর উপরিভাগের ৪০ মাইল পুরু জায়গাকে আমরা বলে থাকি ভূত্ক। ব্যাসাল্ট এবং গ্রানাইট পাথর দিয়ে তৈরি হয়েছে এই ভূত্বক। এই স্তরকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লিখোক্ফিয়ার | তার ঠিক নিচ থেকে ২,৮৯৮ কিলোমিটার পর্যস্ত রয়েছে ম্যান্টল (27015) নামের থকথকে শিলাস্তর। তার ঠিক নিচেই রয়েছে লোহা ও নিকেলের স্তর। এই স্তরের আনুমানিক উত্তাপ ৩,৭০০ ডিগ্রি সেন্ট্রিগেড । তারপর থেকেই রয়েছে বিভিন্ন গ্যাসীয় উপাদান ও তরল পদার্থ । 

পৃথিবীর অভ্যন্তর কী দিয়ে পূর্ণ



Post a Comment

নবীনতর পূর্বতন

fff

ff