সূর্যের চারপাশের তিনটি আবরণের নামগুলো কী?
সূর্যের চারপাশের তিনটি আবরণের নাম হলোআলোকগুল, বর্ণমগুল ও ছটামণ্ডল। সূর্ষের দিকে চাইলে চোখ ঝলসে যায় তার কারণই হলো এই আলোকমণ্ডল। এই এই আবরণের তীব্র ওজ্ভল্যের জন্যেই আমরা প্রখর সূর্যের দিকে তাকাতে পারি না। আলোকমগ্ডল খুব বেশি গভীর নয়। সূর্যের আলোকরশ্ি এই আলোকমগ্ডল থেকে এসে আমাদের কাছে পৌঁছায়। পৃথিবীর নদী-নালা,
সাগরের পানি বাম্প হয়ে মেঘ সৃষ্টি করে, সূর্যের দেহ থেকেও সেইরকম জলন্ত বাম্প উপরে উঠে মেঘের মতো আলোকমণুলের সৃষ্টি করে। রান্না করার সময় ফুটস্ত তেলের কড়াইতে যে রকম বুদবুদ ওঠে তা তোমরা নিশ্চয়ই সকলে দেখেছ। সূর্যের আবহমগ্ুল ভেদ করেও তেমনি অতি উত্তপ্ত গ্যাস প্রবাহের একরকম বুদবুদ বেরোতে থাকে । এদের খালি চোখে দেখা যায় না। তাহলে বুঝতে পারছআলোকমগুলের উপরিভাগের আবরণটা হচ্ছে বর্ণমণ্ডল। পূর্ণ সূর্যগ্রহণের সময় চাদ সূর্যকে একেবারে ঢেকে ফেললে সূর্মের চারদিকে লাল অথবা গোলাপী আতায় এই মগুলটি দারুণ সুন্দর দেখায় । জ্যোতির্বিদ পন্ডিতরা এই সময় বর্ণমণ্ডলের ছৰি তুলতে পারেন সহজেই । সূর্ষের বর্ণমণ্ডলের উপরে খুব পাতলা উত্তপ্ত যে আবরণ রয়েছেসেটাই হলো ছটামণুল বা পূর্ণ সূর্যগ্রহণ ছাড়া এই আবরণ দেখা খুব সহজ নয়। সূর্যের আলোর প্রচন্ড তীব্রতায় ছটামগ্ডল ডুবে থাকে। সূর্যের এই ছটামণ্ডলের ব্যাপ্তি লক্ষ লক্ষ মাইল জুড়ে।
إرسال تعليق